মোঃ রাসেল সরকার, রাজশাহী
রেল যোগাযোগ স্বাভাবিক রাখতে আগামী ২৭ আগস্ট থেকে ১৮ জোড়া ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ। এর মধ্যে।পশ্চিম রেলে চলবে ৯ জোড়া ট্রেন। রেলওয়ের উপ-পরিচালক মো. খায়রুল কবিরের স্বাক্ষরিত অফিস আদেশের বরাত দিয়ে রেলওয়ে পশ্চিম রাজশাহীর জেনারেল ম্যানেজার মিহির কান্ত গুহ জানান, রেলওয়ের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৭ আগস্ট থেকে।সারা দেশে আরো ১৮ জোড়া আন্তঃনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কতৃপক্ষ। এর মধ্যে পশ্চিম জোনে চলবে ৯ জোড়া ট্রেন।এর মধ্যে আন্তঃনগর ৬ জোড়া ও মেইল- কমিউটার ৩ জোড়া। পশ্চিম জোনে চালু হতে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলো হলো- সান্তাহার-বুড়িমাড়ি-সান্তাহার রুটে করতোয়া এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটি-রাজশাহী রুটে বরেন্দ্র এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে সিল্কসিটি এক্সপ্রেস, খুলনা রাজশাহী-খুলনা রুটে সাগরদাঁড়ী এক্সপ্রেস, সান্তাহার-দিনাজপুর-সান্তাহার রুটে দোলনচাঁপা এক্সপ্রেস, ঢালারচর-রাজশাহী-ঢালারচর রুটে ঢালারচর এক্সপ্রেস। অন্যদিকে কমিউটার ও মেইল ট্রেন গুলো হলো-সান্তাহার লালমনিহাট-সান্তাহার রুটে বগুড়া কমিউটার, খুলনা-পার্বতীপুর-খুলনা রুটে রকেট এক্সপ্রেস এবং পার্বতীপুর-চিলাহাটি-পার্বতীপুর রুটে চিলাহাটি এক্সপেস। রেলওয়ে পশ্চিমের বিভাগীয় কর্মকর্তা আহাসান আলী ভুঁইয়া জানান, আন্তনগর ট্রেনের টিকিট আগের মতো অনলাইনে ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। যাত্রার দিনসহ পাঁচদিন আগে আন্তনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট ইস্যু করা যাবে।