ePaper

মাগুরায় দাড়িপাল্লার প্রচারণায় এমবি বাকেরের মোটরসাইকেল শোডাউন

মাগুরা প্রতিনিধি

মাগুরায় প্রথমবারের মতো ৫ হাজার মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে মাগুরা ২ আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যাপক এমবি বাকেরের সমর্থনে। গতকাল শনিবার  সকাল ১০টায় শালিখা উপজেলার আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠ থেকে শোভাযাত্রার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।শালিখা ও মোহাম্মদপুর উপজেলার ১৯টি ইউনিয়নের পাড়া-মহল্লার ইউনিট থেকে সকাল থেকেই নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে কলেজ প্রাঙ্গণে সমবেত হয়। পরে জাতীয় পতাকা হাতে ছাদখোলা মাইক্রোবাসে উঠে শোভাযাত্রার নেতৃত্ব দেন মাগুরা-২ আসনের প্রার্থী অধ্যাপক এমবি বাকের। প্রচার প্রচারণা জোরদার করতে এর আগের দিন থেকেই শালিখা ও মোহাম্মদপুরের ইউনিয়নের প্রায় ৩০টি বাজারে প্রচারণা চালানো হয়। শোভাযাত্রাটি আড়পাড়া থেকে তালখড়ি, চতুরবাড়ি, সীমাখালি, বুনাগাতি, গঙ্গারামপুর, নোহাটা, ঝামাবাজার, রাজাপুর, বাবুখালি, বিনোদপুরসহ বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ শেষে শত্রুজিতপুর বাজারে গিয়ে শেষ হয়।আয়োজকরা জানান, প্রায় ৫ হাজারেরও বেশি মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেয়—যা এ অঞ্চলে জামায়াতের ইতিহাসে সবচেয়ে বড় মোটরসাইকেল শোডাউন হিসেবে বিবেচিত হচ্ছে। শোভাযাত্রায় অংশ নেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক আমীর ও কেন্দ্রীয় সুরা সদস্য যশোর–কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল মতিন, মাগুরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাঈদ আহমেদ বাচ্চু, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা মশিউর রহমান, শালিখা উপজেলা আমীর মাওলানা আফসার আলী, মোহাম্মদপুরের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নজরুল ইসলাম এবং জেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জুবায়ের হোসেন।

অধ্যাপক এমবি বাকের বলেন, আল্লাহর আইন চাই, সৎ মানুষের শাসন চাই, এ স্লোগান নিয়ে জামায়াত ইসলামী বাংলাদেশ কাজ করে যাচ্ছে। মাগুরা-২ আসনে এ ধরনের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা প্রমাণ করে যে শালিখা–মোহাম্মদপুর এলাকাটি জামায়াতের একটি শক্ত ঘাঁটি। আগামী নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত।আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাগুরা-২ আসনে জামায়াতের নির্বাচনী মাঠ কার্যক্রম আরও জোরদার হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *