সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সদস্য নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সাধারণ ভোটারসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীদের মাঝে লক্ষ্য করা গেছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা।
নির্বাচন কেন্দ্রে ছিল শৃঙ্খলা, নিরাপত্তা ও সৌহার্দ্যের পরিবেশ। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিদ্বন্দ্বী প্যানেলের নেতৃবৃন্দ বলেন, অনেক বছর পর নির্বাচন হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। এই নির্বাচন রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও তারা আশা প্রকাশ করেন। ভোট গণনা শেষে ফলাফল পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
