মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক হাটে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৫ জন কারেন্ট জাল ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক হাটে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৫ জন কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন।
জানা গেছে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় হাটে অবৈধ কারেন্ট জালসহ ৫ জন কারেন্ট জাল ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ লক্ষ মিটার (৭৫ কেজি) কারেন্ট জাল জব্দ করে আগুনে পুরিয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, জনস্বার্থে এধরনের কারেন্ট জাল ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।