আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর আলোচিত ঢাকা-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন প্রযোজক ও বিশিষ্ট ব্যবসায়ী এইচএম কবির শাহীন। সোমবার (১০ নভেম্বর) রাজধানীতে এক অনানুষ্ঠানিক আলোচনায় তিনি এ ঘোষণা দেন।স্বাধীনচেতা মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হলে স্বাধীনভাবে মানুষের জন্য কাজ করা কঠিন। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েই মাঠে নামব।কবির শাহীন জানান, মানুষের জন্য কাজ করার ইচ্ছাই তাঁকে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করেছে। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন থাকার পর ২০০৮ সালে দেশে ফিরে ব্যবসা শুরু করেন তিনি। দেশে কর্মসংস্থান সৃষ্টি ও মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় এবার বৃহত্তর পরিসরে মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেকের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, উন্নত এলাকা মানে শুধু দালানকোঠা নয়, বরং সবার জন্য সমান সুযোগ তৈরি করা। নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।তিনি আরও বলেন,রাজনীতি আমার লক্ষ্য নয়, মানুষের মুখে হাসি ফোটানোই আমার উদ্দেশ্য।উল্লেখ্য, মর্যাদাপূর্ণ ঢাকা-১৭ আসনটি এবারও হাইপ্রোফাইল প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে থাকবে।

