ePaper

জমকালো আয়োজনে ‘আইপা অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত

জমকালো আয়োজনে ‘আইপা অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিতস্ব স্ব ক্ষেত্রে অবদান রাখা দেশ-বিদেশের বিভিন্ন পেশার স্বনামধন ব্যক্তিদের নিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আইপা (ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাচিভার) অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠান। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এর উদ্যোগে ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল এর ইভেন্ট ব্যবস্থাপনায় ‘আইপা অ্যাওয়ার্ড’ ও ইন্টারন্যাশনাল বিজনেস, এন্টারপ্রেনার, কালচার ও লিডারশীপ সামিট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন ইভেন্ট অর্গানাইজার ও ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন।অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সাকিবা নোভা, , ইউএস বাংলার জিএম মোঃ কামরুল ইসলাম, সংগঠক শফিকুল ইসলাম রাহী, ব্যবসায়ী আব্দুল নূর, আইরিন হক, ফেরদৌস খান, উদ্যোক্তা জেসমিন আক্তার, সাবেক অতিঃ সচিব পীরজাদা শহীদুল হারুন, লিজান গ্রুপের চেয়ারম্যান তানিয়া হক, বাংলা টিভির পরিচালক মীর সামস সান্তনু । অনুষ্ঠান প্রসঙ্গে রুহিত সুমন বলেন, ব্যবসায়ী, উদ্যোক্তা, সংস্কৃতি. সামাজিক ও মিডিয়া অঙ্গনের গুণীদের নিয়ে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ‘আইপা অ্যাওয়ার্ড’-এ সহযোগিতাকারী সকল স্পন্সর, পার্টনার ও সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ময়ূরপঙ্খীর সামনের ইভেন্টগুলোতেও সবার সহযোগিতা অব্যাহত থাকবে। বিশেষভাবে ধন্যবাদ জানাই সম্মানিত সকল অতিথি, শিল্পী, কলা-কুশলী, সাংবাদিক, গণমাধ্যম-কর্মী ও দর্শকদের যাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে আলোকিত করেছে।অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন: জাহিন আক্তার, শাহরিয়ার কবির শোভন, বেললা হোসেন, মোঃ আসাদুজ্জামান, তাসনুভা খান, আবু সায়েম, ডাঃ মোঃ হোসাইন আলম, রুবেনা রুবি, মারুফা হক মলি, সামি হামিদুর, তাকিব হোসেন, আহমদ উল্লাহ সাদি, মেহরাব আলী, লুবনা আক্তার, মোঃ আকাশ, ফারজানা ইসলাম. মিনহাজুল আবেদিন, লস্কর নাহার, রিফাত মাহবুুব, দিয়া আহসান, তাসলিমা আক্তার কনিকা, সাকিবা হোসেন, সবুজ রয়, লাভগুরু তামিম হাসান, কোরিওগ্রাফার গৌতম সাহা, আরিফ হোসেন, মনিরুল ইসলাম, সাংবাদিক গাজী আনিস, রোমান রয়, যাদুশিল্পী রাশেদ সিকদার, চিত্রনায়িকা কুসুম সিকদার. মৌ খান, পলি, মিষ্টি জান্নাত, আইরিন, অভিনেত্রী দীপা খন্দকার, চিত্রনায়ক ডিএ তায়েব, নীরব, সজল, সংগীতশিল্পী ইকবাল বিন আনোয়ার ডন, ক্রিকেটার আকবর আলী, তমা রশীদ, নুসরাত জাহানসহ আরো অনেকে । চলচ্চিত্র, নাটক, সংগীত, নৃত্য, ফ্যাশন, রূপসজ্জা, বিজ্ঞাপন, খেলাধুলা, রাজনীতি, আইন-শৃঙ্খলা, উদ্যোক্তা, চিকিৎসা, সমাজসেবা, শিক্ষা, রন্ধনসহ বিভিন্ন সেক্টরের তারকা বন্ধুদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *