ePaper

একতা নারী উন্নয়ন সংস্থার আয়োজনে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে একতা নারী উন্নয়ন সংস্থা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের আয়োজনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর শহরের নিমনগর শেখপুরা এলাকার একতা নারী উন্নয়ন সংস্থা কার্যালয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. মোর্শেদ আলী খান। একতা নারী উন্নয়ন সংস্থা সভানেত্রী মোছা. নাজমা বেগমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সুমি আরা, সিমি বানু, অফিস সহকারী মো.কামাল হোসেন। একতা নারী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক লিমা মনি, সহ সভাপতি শাহানা বেগম, কোষাধক্ষ্য কাহকেশা হাসান আইভি, সদস্য ফিরোজ রহমান, দিনাজপুর মার্শাল আর্ট একাডেমীর সহকারী প্রশিক্ষক হিমন আফরোজসহ একতা নারী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাশেষে প্রধান অতিথি দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. মোর্শেদ আলী খানকে একতা নারী উন্নয়ন সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন একতা নারী উন্নয়ন সংস্থা সভানেত্রী মোছা. নাজমা বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *