জহিরুল হক খাঁন, সোনাগাজী
ফেনী জেলার সোনাগাজী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুলের ক্লাসরুম সংস্কার প্রকল্পে সোশ্যাল এইড এর সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়নে কারামা সলিডারেটির অর্থায়নে মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুম মেরামত কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান ৩০ অক্টোবর-২০২৫ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সোশ্যাল এইড এর প্রোগ্রাম ম্যানেজার এম নাসির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল এইড এর নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহা. বাবুল আকতার, সোশ্যাল এইড এর ডিরেক্টর প্রজেক্ট প্লানিং এন্ড ম্যানেজমেন্ট ইসহাক এম সোহেল। সংস্কার কাজের মধ্যে রয়েছে বিদ্যালয়ের তিনটি ক্লাসরুমের সংস্কার ও রংয়ের কাজ, বারান্দারফ্লোর ঢালাই, নেট ফিনিশিং, রংকরণ, ইলেক্ট্রিক ওয়ারিং, পাঁচটি হোয়াইট বোর্ড, এগারোটি নতুন সিলিং ফ্যান সংযোজন, ১৮ জোড়া স্টুডেন্টস ব্রেঞ্চ মেরামত ও বার্নিশ, ২৮ জোড়া নতুন স্টুডেন্টস ব্রেঞ্চ, ৬টি দরজা ও ২৫টি জানালায় সংস্কার করা হয়। বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি, শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীরা নতুনত্ব রুমে ক্লাস করতে অনেক আনন্দ উপভোগ করছেন। সকলেই সোশ্যাল এইডকে ধন্যবাদ জানান এবং আগামীতেও এই উন্নয়নের ধারা অব্যহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। শুভ উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিম উল্লাহ চৌধুরী, সোশ্যাল এইড এর কর্মকর্তাবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
