শেখ হাসান গফুর, সাতক্ষীরা
সাতক্ষীরার তালা সদরের জেয়ালানলতা গ্রামের মৎস্যজীবী লুৎফর নিকারী (৬০) কে পিঁটিয়ে হত্যাকারী তালা উপজেলার ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও তার সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা শহরে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। বুধবার বেলা ২টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ শুরু করেন হাজার হাজার সাধারণ মানুষ।
খুনী সরদার মশিয়ার ও তার সন্ত্রাসী বাহিনীর ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠে গোটা এলাকা। সেখান থেকে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াতের কাছে ময়না তদন্তের সঠিক রিপোর্টের দাবিতে গ্রামবাসীর পক্ষে স্মারকলিপি তুলে আবু হায়াত নিকারী। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রুহুল আমিন নিকারী, আবু হায়াত নিকারী, সালেহা বেগমসহ আরও অনেকে। তারা বলেন, তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার ও সন্ত্রাসী বাহিনীর হাতে লুৎফর নিকারী প্রাণ হারিয়েছে। এই সন্ত্রাসীরা তালার সাধারণ খেঁটে খাওয়া মানুষকে অতিষ্ট করে তুলেছে। আমরা এই সন্ত্রাসী বাহিনীর বিচার চাই। খুলনা রোড মোড় থেকে বিক্ষোভ নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হন এসব মানুষরা। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানবন্ধন করে খুনিদের শাস্তির দাবি জানান। এরপর জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের মাধ্যমে খুনী বাহিনীর দৃষ্টাš‘মূলক শাস্তি ও দলীয়ভাবে ব্যব¯’া গ্রহনের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন গ্রামবাসীর পক্ষে রুহুল আমিন নিকারী।