নজরুল ইসলাম,চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন দরিদ্র ও সুবিধা বঞ্চিত নগরবাসীর শতভাগ স্বা¯’্য সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসকদের প্রতি আহবান জানিয়েছেন। মানুষের অসহায় মুহুর্তে একজন ডাক্তারই পারেন মানুষের মুখে হাসি ফুটাতে। একজন রোগীকে নিরাময় করে পরিবার পরিজনকে স্বস্তি দেয়া- এর চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না। এটা অনেক বড় মানবতার কাজ। আজ অপরাহ্নে চসিক নগরভবনের সম্মেলন কক্ষে চসিক স্বা¯’্য বিভাগের সাথে মতবিনিময় সভায় প্রশাসক একথা বলেন। তিনি বলেন, আমাদের উন্নত চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা সাবেক মেয়র আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী নগরীতে শতভাগ স্বা¯’্যসেবা নিশ্চিতকল্পে ভতুর্কি দিয়ে চসিকের আওতায় স্বা¯’্যসেবা কার্যক্রম চালু করেছিলেন। এতে মানুষ আশাজাগানিয়া সুফল ভোগ করেছে। কিš‘ কালস্্েরাতে তা ধ্বংসের দিকে বিবর্তিত হয়েছে। তাঁর স্বপ্ন বাস্তবায়নে আমার যতটুকু আছে তা উজাড় করে চসিক স্বা¯’্যসেবার সুনাম ফিরিয়ে আনবো। তিনি কর্তব্যরত চিকিৎসক ও সংশ্লিস্ট সকলকে আন্তরিকতার সাথে নাগরিক সেবা নিশ্চিতের পরামর্শ দেন। এসময় প্রশাসক কাজে গাফিলতি পরিলক্ষিত হলে কঠোর হওয়ার বার্তা দিয়ে বলেন, চসিক একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। নগরবাসীর সেবা নিশ্চিত করার এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। তাই ভর্তুকি দিয়ে হলেও নগরবাসীর সেবা অব্যহত রাখতে হবে। তিনি বলেন, শুধুমাত্র টাকার জন্য যারা এ চিকিৎসা পেশায় নিয়োজিত হন তারা অমানুষ বলে গণ্য হবেন। ডাক্তারদের উপলব্দি করা উচিত যে মানুষ পথ সৃষ্টি করে পথ কিš‘ মানুষ সৃষ্টি করতে পারেনা। তিনি বন্ধরটিলা হাসপাতালকে পূর্ণাঙ্গ হাসপাতালে রুপান্তের জন্য যা যা করা প্রয়োজন তা করা হবে।