ePaper

৩০ অক্টোবর শুরু জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক

আগামীকাল ৩০ অক্টোবর থেকে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হবে ষষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো ঢাকার বাইরে দল নিয়ে হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ। দুটি সার্ভিসেস দল (বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ পুলিশ), ঢাকা ও ঢাকার বাইরের চারটি ক্লাব (চট্টগ্রাম বেসবল ক্লাব, স্যান্ড এঞ্জেলস বেসবল ক্লাব, সাভার কমিউনিটি ক্লাব ও জয়পুরহাট বেসবল-সফটবল ক্লাব) ও ঢাকাসহ ছয়টি জেলা দল (ঢাকা, জয়পুরহাট, নারায়ণগঞ্জ, সিলেট, চাঁদপুর ও কুষ্টিয়া) প্রতিযোগিতায় অংশ নেবে।

জাতীয় চ্যাম্পিয়নশিপে কোনো প্রাইজমানি রাখেনি ফেডারেশন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে এসোসিয়েশনের সহ-সভাপতি অনুপম সভাপতির সঙ্গে আলোচনা করে আর্থিক পুরস্কার প্রদানের বিষয়টি বিবেচনা করার কথা জানান। তৃণমূলে বেসবলকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিযোগিতার বিস্তৃতি বাড়িয়েছে বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন। নারী চ্যাম্পিয়নশিপ আয়োজন উপলক্ষ্যে বুধবার (২৯ অক্টোরব) জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বেসবল-সফটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের বলেন, ‘নতুন দায়িত্ব পাওয়ার পর এটিই আমাদের প্রথম প্রতিযোগিতার আয়োজন। তবে এখনো নারী বেসবল দেশে সেভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি। যে কারণে স্পন্সর পাওয়া কঠিন। নিজেদের উদ্যোগেই প্রতিযোগিতাটি আয়োজন হচ্ছে। নারী চ্যাম্পিয়নশিপের পর জাতীয় পুরুষ চ্যাম্পিয়নশিপের খেলার দিণক্ষণ ঘোষণা করবে অ্যাসোসিয়েশন।’ফুটবল-ক্রিকেটের বাইরে প্রায় সকল ফেডারেশন/এসোসিয়েশন আর্থিক, অবকাঠামো সহ নানা সমস্যায় ভুগে। বেসবল এসোসিয়েশনের বর্তমান কমিটি ফান্ডে কোনো অর্থ পাননি। নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহাগ বলেন, ‘আগের কমিটি শুধু আমাদের চাবিটাই দিয়ে গেছেন। আমরা নতুন শুরু করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *