ePaper

শর্ত না মেনে বিপিএলে পাঁচ ফ্র্যাঞ্চাইজির আবেদন

স্পোর্টস ডেস্ক

আগামী ডিসেম্বরের শেষটায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরু করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের একটি কার্যক্রম এরই মধ্যে সম্পন্ন করেছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহবান করেছিল বোর্ড। বিসিবি জানিয়েছে, গত মঙ্গলবার শেষদিন পর্যন্ত ১১টি প্রতিষ্ঠান বিপিএলে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে। বিসিবি সূত্রে জানা গেছে, এর মধ্যে পাঁচ প্রতিষ্ঠানই দল নেওয়ার আবেদন করতে যে যে শর্ত পূরণ করতে বলা হয়েছিল, তা পূরণ না করেই দরপত্র জমা দিয়েছে। বিপিএলে দল নেওয়ার দরপত্র জমার ক্ষেত্রে অন্যতম শর্ত ছিল, ২ কোটি টাকার পে অর্ডার জমা দেওয়া। পাঁচটি প্রতিষ্ঠান তা যথাযথভাবে পূরণ করেনি। এর মধ্যে কুমিল্লা ফাইটার্স নামে ফ্র্যাঞ্চাইজি নিতে আবেদন করেছে এস এস গ্রুপ। তারা চেক দিয়েছে ৪ নভেম্বরের। অথচ ২৯ অক্টোবরের মধ্যে বিসিবির অ্যাকাউন্টে টাকা জমা দিতে বলা হয়েছিল বিজ্ঞাপনে। বিসিবির একজন পরিচালক জানিয়েছেন, দল পেতে পুরনো একটি ফ্র্যাঞ্চাইজি নয়া কৌশল নিয়েছে। পুরনো ফ্র্যাঞ্চাইজি হিসেবে তাদের দল দিতে হবে এমন আবেদন করে উচ্চ আদালতে গেছেন ফ্র্যাঞ্চাইজি মালিক। খোঁজ নিয়ে জানা গেছে, এস কিউ স্পোর্সদের সামির কাদের চৌধুরী এমন আবেদন করেছেন।বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল। তারা আসন্ন বিপিএলে থাকতে না। কারণ হিসেবে জানা গেছে, বিপিএল চালানোর জন্য দল গঠন, স্পন্সর সংগ্রহ ও প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সংগ্রহ করতে নূন্যতম যে সময় প্রয়োজন, এবারের বিপিএলে সে সময় তারা পাচ্ছে না। বরিশাল থেকে দল পেতে আগ্রহ দেখিয়েছে আকাশবাড়ি হলিডেজ অ্যান্ড রিসোর্ট নামের একটি প্রতিষ্ঠান। তারা চেক দিয়েছে বলে জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। দল নিতে আগ্রহী প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ-খবর নিয়ে বিসিবি আগামী ২ নভেম্বর নাগাদ ১২তম আসরের চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজি ঘোষণা করতে পারে বলে জানা গেছে। বিসিবি অন্তত পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী বিপিএল আয়োজন করতে চায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *