ePaper

হারিকেন মেলিসার তাণ্ডবের পর জ্যামাইকায় কুমিরের হামলার আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

ক্যারিবিয়ান অঞ্চলের জ্যামাইকায় আঘাত হেনেছে বিশ্বের সবচেয়ে বড় সামুদ্রিক ঝড় হারিকেন মেলিসা। ঝড়টির তাণ্ডবে সেখানকার অনেক ঘরবাড়িসহ বিভিন্ন অবকাঠাকামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমন পরিস্থিতিতে আজ বুধবার (২৯ অক্টোবর) জ্যামাইকাকে ‘দুর্যোগপূর্ণ অঞ্চল’ হিসেবে ঘোষণা দিয়েছেন জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস। এছাড়া অব্যাহত বৃষ্টিপাত এবং ভূমিধসের আশঙ্কা থেকে সাধারণ মানুষকে ঘরের ভেতরই থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এসবের সঙ্গে যুক্ত হয়েছে কুমিরের হামলার আশঙ্কা। অতি বৃষ্টির কারণে জলাধারগুলো উপচে পড়ায় লোকালয়ে অনেক কুমির ঢুকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই মানুষকে কুমির নিয়ে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে জ্যামাইকার সাউথইস্ট আঞ্চলিক স্বাস্থ্য অফিস। তারা বলেছে, “নদী, খাল এবং জলাভূমিতে পানির স্তর বৃদ্ধির ফলে কুমিরগুলি আবাসিক এলাকায় চলে আসতে পারে। এ ব্যাপারে আপনারা সতর্ক থাকুন।”

ুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্রের পরিচালক মাইকেল ব্রেনান সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, ভারী বৃষ্টিপাত এবং বিধ্বংসী বাতাস অব্যাহত থাকতে পারে। তিনি আশঙ্কা করে বলেন, আরও ৬ থেকে ১২ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে।হারিকেনটির প্রভাবে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এখন সেটি নিরূপণের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, অনেক জায়গায় গাছপালা, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। জ্যামাইকায় তাণ্ডব চালানোর পর হারিকেনটি কিউবার দিকে যায়। বুধবার সেখানে এটি আছড়ে পড়ে। তবে ওই সময় হারিকেনটি ক্যাটাগরি-৫ থেকে দুর্বল হয়ে ক্যাটাগরি-৪ এ পরিণত হয়। তা সত্ত্বেও ধ্বংসলীলা চালানোর জন্য ঝড়টি যথেষ্ট শক্তিশালী ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *