ePaper

বাংলাদেশে বিশ্বের দ্রুততম রিবার রোলিং মিল চালু

জ্যেষ্ঠ প্রতিবেদক

বাংলাদেশের নির্মাণ শিল্পে নতুন মাইলফলক স্থাপন করেছে আবুল খায়ের গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল লিমিটেড। চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছে বিশ্বের দ্রুততম রিবার (লোহার রড) রোলিং মিল। মঙ্গলবার (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, জার্মান প্রযুক্তি প্রতিষ্ঠান এসএমএস গ্রুপ সম্পূর্ণভাবে মিলটি স্থাপন করেছে, যার বার্ষিক উৎপাদনক্ষমতা প্রায় ১৬ লাখ টন ডিফর্মড বার। এটি দেশের দ্রুত বর্ধনশীল অবকাঠামো ও নির্মাণ খাতের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে। তথ্য অনুযায়ী, নতুন এই মিলটি রিবার উৎপাদনে ৫৫.০৪ মিটার প্রতি সেকেন্ড গতিতে ২দ্ধ১০ মিলিমিটার ডিফর্মড বার উৎপাদন করে নতুন বিশ্বরেকর্ড স্থাপন করেছে। আধুনিক রোলিং প্রযুক্তি ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহারের ফলে এটি সম্ভব হয়েছে। নতুন প্লান্টে ৮ মিলিমিটার থেকে ৪০ মিলিমিটার পর্যন্ত বিভিন্ন মাপের রিবার উৎপাদন সম্ভব।

নতুন এই মিল চালুর মাধ্যমে আবুল খায়ের স্টিল দেশের নির্মাণ ইস্পাত বাজারে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। অবকাঠামো, নগর উন্নয়ন ও শিল্পায়নে দীর্ঘমেয়াদে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে তারা এ বিষয়ে এসএমএস গ্রুপের এপ্যাক ও মধ্যপ্রাচ্য-আফ্রিকা অঞ্চলের চিফ সেলস অফিসার বার্নহার্ড স্টিনকেন বলেন, এই প্রকল্প গতি, দক্ষতা ও টেকসইতার এক নিদর্শন। রেকর্ড গতি ও নির্ভরযোগ্য উৎপাদনের মাধ্যমে আবুল খায়ের স্টিল এখন বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বড় অবদান রাখতে পারবে।

অন্যদিকে আবুল খায়ের গ্রুপের করপোরেট অ্যাফেয়ার্স ও লিগ্যাল বিভাগের প্রধান মো. শেখ শাবাব আহমেদ বলেন, বিশ্বখ্যাত এসএমএস গ্রুপের সঙ্গে অংশীদারিত্বে এই আধুনিক প্রকল্প বাংলাদেশের ইস্পাত শিল্পে নতুন দিগন্ত খুলে দিয়েছে। এটি শুধু প্রযুক্তিগত উৎকর্ষ নয়, টেকসই উন্নয়নের প্রতিফলনও বটে। এই প্রকল্পে তিন হাজারের বেশি নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে, যা স্থানীয় মানবসম্পদ উন্নয়নে সহায়তা করবে। তিনি আরও বলেন, এই মিলের মাধ্যমে আবুল খায়ের স্টিল ৫০০ মেগাপাস্কাল বা তার বেশি শক্তিসম্পন্ন উচ্চমানের ইস্পাত উৎপাদন করবে, যা ভূমিকম্প-সহনশীল ও টেকসই বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *