ePaper

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু- আহত আরও একজন

ফয়সাল আলম সাগর, কক্সবাজার

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমান উল্লাহ (৩৭) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বারবাকিয়া ইউনিয়নের সবজিবনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমান উল্লাহ স্থানীয় ছাবের আহমদের ছেলে। তিনি তিন সন্তানের জনক এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে গাছের ডালপালা কেটে পরিষ্কার করছিলেন আমান উল্লাহ। এ সময় একটি ডাল বৈদ্যুতিক তারের ওপর পড়ে থাকায় তা সরাতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন তার জেঠাত ভাই বোরহান উদ্দিন খোকন (৩৫), তিনিও বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে পেকুয়া বাজার সংলগ্ন নূর হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক আমান উল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত খোকনকে পরে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. জিয়া উদ্দিন। স্থানীয় ইউপি সদস্য মো. আশিক বলেন, “গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন, আরেকজন আহত হয়েছেনÑঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।” এলাকার লোকজনের অভিযোগ, ঝুলন্ত ও খোলা বৈদ্যুতিক তারের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ তার অপসারণে বিদ্যুৎ বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *