ePaper

মানিকগঞ্জে এডিবি-অর্থায়িত প্রকল্পের আওতায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগিতায় মানিকগঞ্জে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়াসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউসিবির প্রধান মানবসম্পদ কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি), সৈয়দ হাসনাইন মামুন। এ ছাড়া ইউসিবির আঞ্চলিক প্রধান (ঢাকা উত্তর), ইউসিবির হেড অব এসএমই ও এগ্রি ব্যাংকিং ডিভিশন, এবং অন্যান্য কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ ও উদ্ভাবনী উদ্যোক্তা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তরুণ উদ্যোক্তারা যেন সঠিক জ্ঞান, আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ পায় এই কর্মসূচির মাধ্যমে সেই সুযোগ সৃষ্টি করা হয়েছে। এই মাসব্যাপী প্রশিক্ষণে ২৫ জন সম্ভাবনাময় নতুন উদ্যোক্তা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা ব্যবসা পরিকল্পনা প্রণয়ন, আর্থিক ব্যবস্থাপনা, বিপণন কৌশল, এবং উদ্ভাবনী উদ্যোগ পরিচালনার ব্যবহারিক জ্ঞান অর্জন করবেন। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও উদ্যোক্তা বিকাশ ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও ইউসিবির যৌথ উদ্যোগে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *