ePaper

কুষ্টিয়ায় উপজেলা পর্যায়ে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু

আল আমিন,কুষ্টিয়া

কুষ্টিয়ায় উপজেলা পর্যায়ে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর, কুমারখালী ও খোকসা উপজেলা ভূমি অফিস এবং আওতাধীন ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও জনগণবান্ধব করতে প্রযুক্তিনির্ভর পদক্ষেপ অত্যন্ত জরুরি। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের এই প্রশিক্ষণ ভবিষ্যতে সেবা প্রদানে আরও গতি আনবে।” অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে আধুনিক ভূমি তথ্য ব্যবস্থাপনা, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ, অনলাইন নামজারি ও ভূমি সেবা ডিজিটালাইজেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *