গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপায় প্রতারণার মাধ্যমে মধ্য প্রাচ্যের দেশ ওমানে শ্রম শোষণ ও নিপীড়ন উদ্দেশ্যে আইউব নামের এক যুবককে আটক করে রাখার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় সোহরাব গাজী (৪৫) নামের এক মানব পাচারকারী দলের সদস্যকে আটক করেছে পটুয়াখালীর র্যাব-৮ এর সদস্যরা। রোবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আমখোলা ইউনিয়নের কিসমত বাউরিয়া এলাকার নিজ বাড়ি থেকে সোহরাব গাজীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর সোমবার সকালে তাকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সোহরাব গাজীকে প্রধান আসামী করে তার ছেলে সাইফুল ইসলাম ও কুমিল্লার মো. গনি মিয়ার বিরুদ্ধে গলাচিপা থানায় সোমবার একটি মামলা দায়ের করা হয়েছে। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। অভিযোগকারী ইদ্রিস মৃধা মামলার বিবরণীতে জানাগেছে, গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের কিসমত বাউরিয়া এলাকার মো. সোহরাব গাজী (৫০) তার ছেলে সাইফুল ইসলাম (৩০) ও কুমিল্লার অজ্ঞাত পরিচয়ের মো. গণি মিয়া একটি সংঘবদ্ধ চক্র। এরা প্রতারণার মাধ্যমে অন্যের সম্পাদ হাতিয়ে নেয়। এছাড়া সংঘবদ্ধ এ চক্রটি শ্রম শোষণ ও নিপীড়নকারী। অভিযুক্ত সোহরাব গাজী ও তার ছেলে সাইফুল ইসলামের প্রলোভনে গত ১০ অক্টোবর ২০১৯ সালে কয়েক দফায় সাড়ে তিন লাখ টাকা দেই। এর পর অভিযুক্তরা গত ৪ নভেম্বর ২০১৯ তারিখ ইদ্রিস মৃধার ছেলে আইউব মৃধাকে ওমানে পাঠিয়ে দেয়। সেখানে লেবার ভিসার কথা বললেও প্রকৃত পক্ষে তারা আইউবকে প্রতারণা করে সেলুন ভিসায় বিদেশ পাঠিয়ে দেয়। ভিসাটি আরবী ভাষায় লেখা হওয়ায় আইউব নিজে পড়তে না পেরে ওমানের অন্য একজনের কাছে গেলে সে জানায় তাকে সেলুনের ভিসা দেওয়া হয়েছে বলে জানায়।