নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে ১ হাজার ৬শ পিচ ইয়াবা, ১শ ৫০ গ্রাম হরোইন এবং ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। থানা সূত্রে জানা যায়, গত ১৬ আগষ্ট রবিবার সকাল সোয়া ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচলক মোঃ লোকমান হোসেনের নেতৃত্বে বিভাগীয় স্টাফ মোঃ মিলন মাহমুদ এর সমন্বয়ে একটি রেইডিং পার্টি গঠন করে অভিযান চালিয়ে উপজেলার রসুলপুর ইউনিয়নের বনগাঁ চৌরাপাড়া ব্রীজ সংলগ্ন আইনুল হকের চায়ের দোকানের সামনে রাজশাহী জেলার চারঘাট উপজেলার ভাকরা ইউপির ফরিদপুর গ্রামের মৃত- মোজাহার আলীর স্ত্রী মোসাঃ আমেনা (৪৫) কে নওগাঁগামী যাত্রীবাহী বাসে (যার রেজিঃ নম্বর- চ-৩৩৬৭) তল্লাসী করে ১ হাজার ৬শ পিচ ইয়াবা ও ১শ ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। অপরদিকে একই স্থানে একই বাহিনী ঐদিন সকাল সোয়া ৯টায় হাটা অবস্থায় নওগাঁ জেলার মান্দা উপজেলার গনেষপুর ইউনিয়নের পাটাকাঠা গ্রামের মৃত- বয়ান সরদারের ছেলে বেলাল হোসেন (৪০ )কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। মহিলাসহ আটককৃত ১ হাজার ৬শ পিচ ইয়াবা ও ১শ ৫০গ্রাম গাঁজার আনুমানিক মূল্য ২৩ লক্ষ টাকা এবং ৫০ গ্রাম গাঁজার মূল্য ১ হাজার টাকা। এ বিষয়ে অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, আটককৃত মহিলা আমেনা ও বেলাল হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণির ক্রমিক ১৯ (ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জানা যায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী ।