বগুড়া প্রতিনিধি
প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা (রক্তের বিশেষ উপাদান) দিতে বগুড়ার ৫৯জন পুলিশ সদস্য ঢাকায় যাচ্ছেন। গত রবিবার সকাল ১১টায় প্রথম ধাপে ৪০জন ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন। বাকি ১৯ জন ১৭ই আগষ্ট সোমবার রওনা হবেন বলে জানা গিয়েছে। প্লাজমা দানের জন্য প্রথম ধাপে ঢাকায় যাওয়া ৪০জনের মধ্যে ইন্সপেক্টর ১জন, ১২জন এসআই, ৮জন এএসআই এবং ১৯জন কনস্টেবল রয়েছেন। বগুড়া জেলায় ১৪৯ জন পুলিশ সদস্য প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হন। এদের মধ্যে সুস্থ হয়েছেন এ পর্যন্ত ১৪২জন। এই ১৪২জনের মধ্যে প্লাজমা দেয়ার জন্য মনোনীত হয়েছেন ৫৯জন। পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা সবাইকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।