জাকের হোসেন হারুন
সরকারী দায়িত্ব পালনকালে ঢাকা জেলার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী (রোমা) কর্তৃক সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) একজন উপ-সহকারী প্রকৌশলীকে অতর্কিত হামলা ও জানে মেরে ফেলার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সওজ-এর মানিকগঞ্জ সড়ক বিভাগ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী ধামরাই থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেছেন, যার নম্বর ১২৩৫ (তারিখ: ২৩-১০-২০২৫ খ্রি:)। সওজ কর্তৃপক্ষ উল্লেখ করেছে, সরকারী দায়িত্ব পালনরত অবস্থায় একজন চেয়ারম্যানের এহেন অগ্রহণযোগ্য আচরণে দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হওয়াসহ নিরাপত্তাহীনতা কাজ করছে। সওজ, সড়ক বিভাগ, মানিকগঞ্জ-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা স্মারক (নং- ২৯২৮) সূত্রে জানা গেছে: মো আবদুল মমিন, উপ-সহকারী প্রকৌশলী, নয়ারহাট সড়ক উপ-বিভাগ, মানিকগঞ্জ, সড়কে চলমান রক্ষণাবেক্ষণ কাজ তদারকি করছিলেন। অভিযোগ সুত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণ কাজ চলার কারণে সড়কের এক লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখে অন্য লেনের মাধ্যমে উভয়দিকের যান চলাচল সচল রাখা হয়েছিল। মানিকগঞ্জ অভিমুখী যানচলাচল অল্প সময়ের জন্য বন্ধ থাকায় সড়কে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। এ সময় সুতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী (রোমা) তার ব্যক্তিগত গাড়ি থামিয়ে সওজ-এর দায়িত্বরত কর্মকর্তা (মো. আবদুল মমিন)-কে শারীরিকভাবে হেনস্থা করা সহ অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকেন এবং তাঁকে মেরে ফেলার হুমকি প্রদান করেন।
