ePaper

বেগমগঞ্জের আলোচিত ইউএনও আরিফুর রহমানকে সংবর্ধনা

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী

এবার আলোম ওলামাদের ভালোবাসায় সিক্ত হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলোচিত নির্বাহী অফিসার আরিফুর রহমান। বিগত দিনে বেগমগঞ্জের উন্নয়ন, জনদূর্ভোগ লাগবে বন্যা ও জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় তাহফিজুল কুরআন ফাউন্ডেশন  ও আলেম ওলামাদের পক্ষ থেকে আরিফুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়। ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা আব্দুল কবিরের সভাপতিত্বে এ সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুফতি আবু ইউসুফ কাসেমী,  সহ-সভাপতি হাফেজ শোয়াইব আহমেদ, মাওলানা শিহাবুদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা ফয়েজুল্লাহ, মাওলানা জাফরসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সুস্থতা ও নেক হায়াত কামনা দোয়া এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ নাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *