সাহেদ চৌধুরী, ফেনী
ফেনী শহরের প্রাণকেন্দ্র শহীদ মিনার চত্বরে সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে ফেনী সড়ক ও জনপথ বিভাগ। হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণের মাধ্যমে চালক ও পথচারীদের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়। বুধবার (তারিখ উল্লেখযোগ্য হলে বসানো যাবে) সকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. শওকত হোসেন, টিআই (প্রশাসন) ট্রাফিক পুলিশ ফেনী, এবং আনোয়ার হোসেন, সহকারী পরিচালক (ইঞ্জি.) বিআরটিএ ফেনী সার্কেল। কর্মসূচিতে বক্তারা বলেন, সড়কে দুর্ঘটনা রোধে হেলমেট ব্যবহার অত্যন্ত জরুরি। নিরাপদ সড়ক গড়তে চালক ও যাত্রী উভয়েরই সচেতনতা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
