ePaper

সীমানা জটিলতা নিরসন শেষে মধুখালীর মিটাইন বালুঘাট ইজারাদারের হাতে হস্তান্তর

মো. সহিদুল ইসলাম, মধুখালী

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন বালুঘাট সীমানা জটিলতা নিরসন শেষে ইজারাদারের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুর ২টায় সরেজমিনে গিয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রাসেল ইজারাদার প্রতিষ্ঠান আকিদুল এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. আকিদুল ইসলামের হাতে বালুঘাটটি বুঝিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. নুরুজ্জামান, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খাঁন, মধুখালী ভূমি সার্ভেয়ার মো. মারুফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। সরকারি জমি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘ ছয় মাস ধরে চলা সীমানা নির্ধারণজনিত জটিলতা অবসানের পর অবশেষে বালুঘাটটি ইজারাদারের কাছে বুঝিয়ে দেওয়া হলো। এ বিষয়ে ইউএনও মো. আবু রাসেল বলেন, “নদী ভাঙ্গনের কারণে সরকারি জমি ও স্থানীয় বসতভিটার সীমানা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। দীর্ঘ যাচাই-বাছাই শেষে ইজারাদারের কাছে আনুষ্ঠানিকভাবে বালুঘাটটি বুঝিয়ে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি বছর বাংলা বৈশাখ মাস থেকে শুরু হয়েছে পরবর্তী বছরের চৈত্র মাস পর্যন্ত ইজারার মেয়াদ থাকে, কিন্তু সীমানা নির্ধারণের জটিলতাই এবার বিলম্বের মূল কারণ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *