ePaper

সোনাইমুড়িতে ট্রাস্ট ফ্রন্ডের অর্থায়নে বিনামূল্যে বনয়নের জন্য চারা বিতরন

মাকসুদ আলাম (নোয়াখালী) সোনাইমুড়ি

গত কাল সোনাইমুড়ি উপজেলার প্রশাসনিক দপ্তরে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বন অধীদপ্তর কতৃক বাস্তবায়নাধীন জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় সারাদেশ ব্যাপী ব্যপক বনয়নের লক্ষে চারা উওোলন শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার অবখয়িত বন এলাকার ব্যাক্তি/বিভিন্ন প্রতিষ্ঠানের চারা বিনা মূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত গাছের চারা বিতরণ কর্মসূচী পালন করেন। চারা বিতরণের কার্য্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার, চারা বিতরণে উপস্থিত ছিলেন সোনাইমুড়ীর উপজেলা বন কর্ম কর্তা  কারার মাহবুব হোসেন, সোনাইমুড়িতে কর্মরত গণমাধ্যম ব্যক্তিত্ব সোনাইমুড়ী উপজেলার প্রেসক্লাব সভাপতি মাকসুদ আলম, সোনাইমুড়ি সরকারী স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যের চারা বিতরণ করেন, সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য চারা বরাদ্দ রয়েছে পর্যায়ক্রমে প্রত্যেক প্রতিষ্ঠানে চারা পৌঁছানোর ব্যবস্থা করা হবে, উক্ত চারা বিতরণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বন প্রহরী অত্যন্ত পরিশ্রমে মাইন উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *