ইউসুফ আহমেদ তুষার, কাশিমপুর
গাজীপুর মহানগরের কাশিমপুরে বৈষম্য বিরোধী (জুলাই-আগস্ট) আন্দোলনের মামলায় মনির হোসেন(৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১২ টায় মাধবপুর তেঁতুল তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা যায় মনির হোসেন(৩৭) গাজীপুর মহানগরের কাশিমপুরের মাধবপুর এলাকার রজব আলী মোল্লার পুত্র। মনির হোসেন ১ নং ওয়ার্ড যুবলীগের সক্রীয় সদস্য। ২০২৪ ইং সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কাশিমপুরের চক্রবর্তী এলাকায় নাশকতার অভিযোগে তার নামে মামলা হয়। মামলা নং-২৩, তারিখ-২৬-১০-২০২৪। এই বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সে তদন্তপ্রাপ্ত আসামী। ২০২৪ ইং সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। গত রাতে তাকে গ্রেফতার করা হয় এবং ২২-১০-২০২৫ ইং দুপুর সাড়ে ১২ টায় তাকে আদালতে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
