ePaper

নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

হামিদুল্লাহ সরকার,নীলফামারী

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ ও সড়ক দূর্ঘটনা হ্রাসকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে একটি র‌্যালী বের হয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে জাতীয় নিরপদ সড়ক দিবস ও আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিশনাল এসপি সদর সার্কেল ফারুক আহমেদ, নীলফামারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, সিভিল সার্জন এর প্রতিনিধি ডাঃ মো. আতিকুল ইসলাম, সহকারি পরিচালক (ইঞ্জি.) বিআরটিএ মো. মাহবুবুর রহমান। জেলায় গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসনে উম্মক্ত আলোচনা এবং সমাধানের কথা তুলে ধরেন। এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ, নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৈয়বুর রহমান মানিক, সাধারণ সম্পাদক এন.এম হামিদী বাবু, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষ্যে ৫০ জন মটরসাইকেল চালকে ফ্রি হেলমেট দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *