গাজীপুরে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে খুন করার দায়ে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামীকে আটক করে শনিবার আদালতে প্রেরণ করেছে। নিহতের নাম ইয়াসমিন (২২)। সে ময়মনসিংহের গফরগাঁও থানার কাওরাইদ গ্রামের ইসহাক মিয়ার মেয়ে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানাধীন চাবাগান এলাকার মোঃ আল আমিনের স্ত্রী। জিএমপি’র সদর থানার এসআই ইমতিয়াজ হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানাধীন চাবাগান এলাকার নিজ বাড়িতে স্ত্রী ইয়াসমিনকে নিয়ে থাকেন আল আমিন (২৫)। পারিবারিক বিষয়াদি নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায়শঃ ঝগড়া বিবাদ চলে আসছিল। শুক্রবার রাতেও তাদের মাঝে বাকবিতন্ডা হয়। এসময় আল আমিন উত্তেজিত হয়ে তার স্ত্রীকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হয়ে ইয়াসমিন মাটিতে লুটিয়ে পড়ে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এসময় স্ত্রীকে হত্যার অভিযোগে নিহতের স্বামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল আমিন স্থানীয় মৃত হযরত আলীর ছেলে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।