ePaper

ল্যুভর জাদুঘর থেকে চুরি হওয়া অলঙ্কারের মূল্য কত?

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের সবচেয়ে বিখ্যাত জাদুঘর ল্যুভর থেকে সম্প্রতি যেসব অলঙ্কার চুরি হয়েছে, সেগুলোর দাম প্রকাশ করা হয়েছে। জাদুঘরের কিউরেটরের বরাত দিয়ে ফ্রান্সের অন্যতম সরকারি কৌসুঁলি লৌর বেকো গতকাল মঙ্গলবার জানিয়েছেন, চুরি হওয়া অলঙ্কারগুলের সম্মিলিত দাম কমপক্ষে ৮ কোটি ৮০ লাখ ইউরো।

অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২৪৭ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। গতকাল মঙ্গলবার ফ্রান্সের বেতার সংবাদমাধ্যম আরটিএল রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।

আরটিএল রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বেকো বলেন, “চোররা অলঙ্কারগুলো গলিয়ে ফেলতে পারে — এই ভয়েই সেগুলোর দাম আমরা প্রকাশ করছি। এর মাধ্যমে আমরা তাদের এই বার্তা দিতে চাইছি যে অলঙ্কারগুলো গলিয়ে ফেললে তারা যে দাম পাবে, তার চেয়েও সেগুলো অনেক অনেক বেশি দামি।”

ল্যুভরের কিউরেটর বা রক্ষণাবেক্ষন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই দাম প্রকাশ করেছেন বলে সাক্ষাৎকারে জানিয়েছেন বেকো।প্রসঙ্গত, ল্যুভর বিশ্বের সবচেয়ে বিখ্যাত ও পরিচিত জাদুঘর। সারা বিশ্বের বিভিন্ন জাদুঘরের মধ্যে ল্যুভরেই সবচেয়ে বেশি দর্শনার্থীর ভিড় হয়। প্রতিদিন ফ্রান্সে যত পর্যটক ও দর্শনার্থী আসেন, তারা অন্তত একবারের জন্য হলেও ল্যুভরে যাওয়ার চেষ্টা করে।প্যারিসের সিন নদীর তীরে অবস্থিত ল্যুভর জাদুঘর। গত ১৯ অক্টোবর স্থানীয় সময় সকালে সীন নদীর সংলগ্ন জাদুঘরের একটি বারান্দার সুরক্ষা বেষ্টনি কেটে জাদুঘরের মূল চত্বরে প্রবেশ করে প্রবেশ করে। তারপর একটি কাচের জানালা ব্যাটারিচালিত ইলেকট্রিক কাটার দিয়ে কেটে জাদুঘরের অ্যাপোলো গ্যালারিতে ঢোকে। সেখান দিয়ে রত্ন ও অলঙ্কার বিভাগে প্রবেশ করে এসব অলঙ্কার হাতিয়ে নেয় তারা। এরপরে জাদুঘরের বাইরে বেরিয়ে মোটরবাইকে চেপে চম্পট দেয়।অ্যাপোলো গ্যালারি এবং রত্ন ও অলঙ্কার বিভাগে কয়েক জন নিরাপত্তারক্ষী ছিল। কিন্তু তাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মোট চার জন চোর একটি ট্রাকে করে এসেছিল। বারান্দার নিরাপত্তা বেষ্টনি কাটার জন্য মেকানিক্যাল লিফ্ট (ভাঁজ করা যায়- এমন মই) ব্যবহার করেছে তারা।

সুরক্ষা বেষ্টনি কাটতে আট মিনিট সময় নিয়েছে চোররা। চুরির পুরো ব্যাপারটি ঘটেছে খুব অল্প সময়ের মধ্যে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তাদের সবার মুখ কালো মুখোশে ঢাকা ছিল।

চুরি হওয়া অলঙ্কারগুলোর মধ্যে রয়েছে নিজের স্ত্রী বা রানীকে উপহার হিসেবে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের দেওয়া নেকলেস, তার বংশধর সম্প্রাট নেপোলিন ৩— এর স্ত্রী সম্রাজ্ঞী ইউগেনির মাথার তাজ বা টিয়ারা এবং ফ্রান্সের রানী মেরি-আমেলির বেশ কিছু অলঙ্কার।স্ত্রীকে নেপোলিয়ন বোনাপার্ট যে নেকলেসটি দিয়েছিলেন, সেটি হীরা ও পান্না দিয়ে তৈরি ছিল। চোরেরা যে পথে পালিয়ে গেছে, সেখানে তদন্ত কর্মকর্তারা একটি মুকুট পড়ে থাকা অবস্থায় পেয়েছেন। খুব সম্ভবত চোরেরা তাড়াহুড়া করে পালিয়ে যাওয়ার সময় সেটি পড়ে যায়। মুকুটটি ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রশাসনের ধারণা, এই চোরেরা পেশাদার। কারণ, তারা অত্যন্ত দ্রুত ও সুসংগঠিতভাবে পুরো কাজ করেছে। ল্যুভরে দুর্র্ধষ এ চুরির পর বিশেষজ্ঞরা বিবিসিকে বলেছিলেন, সামগ্রীগুলো উদ্ধারের জন্য তদন্তকারীরা মাত্র এক থেকে দুই দিন সময় হাতে পাবেন। এরপর এগুলো চিরতরে হারিয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *