সাহেদ চৌধুরী, ফেনী
ফেনী জেলা কলেজ শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষক আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির সাথে সহমত পোষণ করে শহীদ মিনারে ২০ অক্টোবর বিকেলে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছেন। সমিতির সভাপতি ফারুক আহমাদ এর সভাপতিত্বে ও সম্পাদক মোর্শেদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন মৌলভী সামছুল করিম কলেজের অধ্যক্ষ আবুল বাশার, হাজী মনির আহাম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তমাল কান্তি পাল, বেগম খালেদা জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ আশিস চন্দ্র লোদ, রাজাপুর কলেজের অধ্যক্ষ সাইদ আলি, সাউথ ইস্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক মোস্তাফিজের রহমান, সহকারী অধ্যাপক আব্দুল জলিল, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক আব্দুল হাইয়ুম জুয়েল, প্রভাষক শিরিন রহমান, প্রভাষক বিবি রহিমা, প্রভাষক মাজহারুল ইসলাম রাসেল, প্রভাষক মনির হোসেন, ফেনী জেলা বিটিএ সভাপতি সামছুল হক, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ফেনী জেলা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি এডভোকেট সমির কর, এবি পার্টির চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, সুনাগরিক ফোরাম এর সমন্বয়ক সৈয়দ আশরাফুল হক আরমান, গভর্নেন্স স্টাডিজ এসোসিয়েশন এর সভাপতি এডভোকেট মেজবা উদ্দিন মোর্শেদ, ফেনী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী জেলার ১৬ টি এমপিওভূক্ত কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
