ePaper

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি-সাধারন সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

ব্যুরো চিফ, ফরিদপুর

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ?বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে এই কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। গত সোমবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, জেলা যুবদলের স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় শৈথিল্য প্রদর্শনের কারণে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, যা কেন্দ্রীয় কমিটির দৃষ্টিগোচর হয়েছে। নোটিশে আরও বলা হয়, ??এমতাবস্থায় সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডের জন্য আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, তা আগামী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *