ePaper

নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলো বিএনপি নেতা-কর্মীরা

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করেছে বিএনপির নেতাকর্মীরা। উপজেলার নদনা ইউনিয়নের বাংলাবাজার থেকে হটগাও পর্যন্ত সড়কটি বিগত বন্যায় ব্যাপক ক্ষতি হয়। সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও খনাখন্দের সৃষ্টি হওয়ায় উক্ত সড়ক দিয়ে যানবাহক চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। এতে ওই সড়ক দিয়ে যাতায়াতকারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, বাজারের ব্যবসায়ী, পথচারিরা চরম দূর্ভোগের শিকার হচ্ছেন। এমতাবস্থায় জনদূর্ভোগ লাগবে সড়কটি সংস্কারের উদ্যোগে নেন নদোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাটগাঁও গ্রামের বাসিন্ধা গোলাম ফারুক। তিনি দলীয় নেতাকর্মী স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় নিজস্ব অর্থায়নে বাংলা বাজার থেকে পাটগাঁও পর্যন্ত সংস্কার করেন। সড়কটির ভাঙ্গা অংশে খানা খন্দে ইটের আদলা বালী মিশ্রণ করে পুরো সড়কের গর্তগুলো পূরণ করে দেয়। সেই সাথে রোলার ভাড়া করে এনে পুরো সড়কটি রোলিং করে ব্যবহার উপযোগী করে তোলেন। সড়কটি পুরো সংস্কার করতে তিন দিন সময় লেগেছে। এখন সাধারণ অটো ও সকল গাড়ি চলতে আর কোনো অসুবিধা হচ্ছে না। স্থানীয় সিএনজি অটোরিক্স চালক মাহবুর হোসেন জানান, আগে এই সড়ক দিয়ে যেতে অনেক কষ্ট হতো, আমাদের পাশাপাশি যাত্রীদেরও কষ্ট হতো। অনেক সময় আমরা এই দিকে আসতে চাইতামনা, সড়ক খারাপ হওয়ায় আমাদের গাড়ির ক্ষতি হতো। সাধারণ মানুষ অনেক কষ্টে করেছে। যাক এখন সড়কটি সংস্কার হয়েছে, যারা করেছে তাদের ধন্যবাদ। গতকাল মঙ্গলবার দুুপুরে নদোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাটগাঁও গ্রামের বাসিন্ধা গোলাম ফারুক জানান, বিগত বন্যায় আমাদের সড়কটি ব্যাপক ক্ষতি হয়। সরকারি ভাবে করার জন্য অনেক বার বলা হলেও কাজ হয়নি। তাই সরকারের দিকে তাকিয়ে না থেকে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে কাজটি করে ফেলেছি। খুবই ভালো লাগছে। এলাকাবাসীকে ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। ভবিষ্যতে সরকার যেন সড়কটি ভালো ভাবে পূন:নির্মান করে দেয় এটাই আমাদের দাবি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *