ePaper

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে র‌্যাব পরিচয়ে মুরগী ভর্তি গাড়ি ছিনতাই

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে র‌্যাব পরিচয়ে মুরগী ভর্তি গাড়ী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ভোর রাত ৪ টার দিকে পাংশা মৈশালা বাসষ্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটেছে। জানাগেছে, কুষ্টিয়া অভিমুখে চলন্ত অবস্থায় একটি মুরগি বোঝাই কাভার্ড ভ্যান থামিয়ে দেয় র‌্যাবের পোশাক পড়া ১৪ ব্যক্তি। ডাকাতরা নিজেদের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্য পরিচয় দিয়ে ভ্যানটি থামাতে বাধ্য করে। কাভার্ড ভ্যানটির নিবন্ধন নম্বর (ঢাকা মেট্রো-দ ১১-৭৯৯৭) প্রস্তুতকারক প্রতিষ্ঠান এএসআই কোম্পানি মডেল ফোটন, রঙ নীল। ওই গাড়িতে চালকসহ তিনজন আরোহী ছিলেন। ঘটনাস্থলেই তাদের মুখে ও হাতে কস্টেপ দিয়ে মুড়িয়ে ফেলে। এরপর একটি প্রাইভেটকারে করে তিনজনকে রাজবাড়ীর দিকে নিয়ে যায়, সঙ্গে নিয়ে যায় মুরগি বোঝাই কাভার্ড ভ্যানটি। পরে রাজবাড়ী এলাকায় মুরগির ভ্যানটি ফেলে রেখে, অপহৃত তিনজনকে কুষ্টিয়া জেলার ভাদালিয়া মোড় এলাকায় ফেলে যায় অজ্ঞাত ওই ডাকাতচক্র। কার্ভাট ভ্যানের মালিক হাসানুজ্জামান বলেন, মুরগী নিয়ে ঠাকুরগা থেকে ফরিদপুর যাওয়ার পথে পাংশায় এমন ঘটনার স্বীকার হয়। আমরা কুষ্টিয়া সদর থানায় গিয়েছিলাম। তারা ঘটনা পাংশা থানা এলাকায় ঘটেছে বলে আমাদের পাংশায় পাঠিয়েছেন। আমরা পথে পাংশা থানায় যাচ্ছি। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বিষয়টি জানতে পেরেছি। এ ঘটনায় ভুক্তভোগীরা কুষ্টিয়া সদর থানায় অভিযোগ দেওয়ার জন্য রয়েছে। অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *