মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী
নরসিংদীতে বিয়াম জেলা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বিয়াম জেলা স্কুল এন্ড কলেজ প্রাঙণে কলেজের প্রিন্সিপাল মাহামুদ ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক মৌসুমী সরকার রাখী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা আলম প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিশুরা মোমের মত তাদেরকে যে ভাবে গড়ে তুলবেন তারা সেভাবেই গড়ে উঠবে। শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে হবে। তা হলেই আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠবে। সভাশেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।