ফুলগাজী, ফেনী
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু নিজে উপস্থিত থেকে এই গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন। হাতে ধানের শীষের প্রতীক খচিত লিফলেট, তাতে দলের ৩১দফা বাস্তবায়নের অঙ্গীকার। বাজারের প্রতিটি দোকান, প্রতিটি চায়ের টেবিলে পৌঁছে দেন সেই বার্তা। “আমরা আসছি নতুন বাংলাদেশ গড়তে, যেখানে জনগণের ভোটের অধিকার থাকবে”Ñ বললেন মজনু। তাঁর এই দৃঢ় কণ্ঠে ভর করে স্থানীয় নেতাকর্মীরাও ছুটে চলেছেন বাজারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ব্যবসায়ীরা কেউ হাত মেলাচ্ছেন, কেউবা বলছেনÑ “ভালো দিন ফিরুক, সৎ রাজনীতি ফিরে আসুক।” বাজারের চায়ের দোকানেও আজ রাজনীতিই আলোচনার বিষয়। দিনের প্রখর রোদেও ক্লান্ত নয় কেউ। তরুণ কর্মীরা পোস্টার বিলাচ্ছেন, নারী ভোটাররা জানাচ্ছেন আগ্রহ। এক বৃদ্ধ বলেন, “এই ধানের শীষের মানে শুধু প্রতীক না, এটা আমাদের আশার প্রতীক।” ফুলগাজীর এ গণসংযোগ তাই শুধু নির্বাচনী প্রচারণা নয়Ñ এটি যেন এক নতুন প্রত্যাশার হাওয়া, যেখানে জনতার কণ্ঠে ফুটে উঠছে গণতন্ত্রের দাবি, পরিবর্তনের স্বপ্ন। ১৯ অক্টোবর বিকালে ফুলগাজী বাজারের ধানের শীষের পক্ষে গনসংযোগে আরো উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, যুগ্ন আহবায়ক মাস্টার আবুল কালাম, আক্তারুজ্জামান আজিম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক (চলতি দায়িত্ব) ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ মজুমদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম রুসুল, সাবেক বিএনপির নেতা জামাল উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমেদ ভুঁইয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক নুরুল হুদা শাহিন, ইসমাইল ভূঁইয়া টিপু, কপিল উদ্দিন পাটোয়ারী, ফারুক হোসেন ভূঁইয়াসহ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
