ePaper

ঠাকুরগাঁওয়ে পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনাদি পরিশোধের দাবিতে মানবব্ধন, বিক্ষোভ সমাবেশ ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়। রোববার বিকেলে সংগঠনটির পক্ষ থেকে ঠাকুরগাঁও সুগার মিল এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করা হয়। অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতি ঠাকুরগাঁও চিনিকল লি. এর আয়োজনে ৩ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. ওবাইদুর রহমান, প্রাক্তন সিআইসি চৌধুরী নাসিমুর রহমান, মো. আব্দুর রহমান, শ্রমিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম-সম্পাদক মো. রুহুল আমিন, অবসর কল্যাণ সমিতির সম্পাদক মো. মকবুল হোসেন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল আল মাহামুদ প্রমুখ। সংগঠনের নেতৃবৃন্দ ৩টি দাবি জানান, দাবিগুলো হলো (১) অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির বকেয়া পাওনা ক্ষতিপুরণসহ সমূদয় অর্থ পরিশোধ করা, (২) সরকারি নির্দেশ অনুযায়ী অবসরপ্রাপ্তদের উৎসব বোনাস, বৈশাখী এবং চিকিৎসা ভাতা প্রদান করা এবং (৩) অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির ২০ শতাংশ অর্থ প্রদান সংক্রান্ত বোর্ড সিদ্ধান্ত বাতিল করার জোর দাবি জানান। মানববন্ধনে বক্তারা জানান ২০১৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ২৯১ জনের মোট পাওনা রয়েছে পায় ২৩ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *