ePaper

পাঁচ ম্যাচে প্রথম জয় খুলনার, সেঞ্চুরি করেও হতাশ বিজয়

পাঁচ ম্যাচে প্রথম জয় খুলনার; জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের ক্রিকেটারদের বিজয়ের মুহূর্ত।
পাঁচ ম্যাচে প্রথম জয় খুলনার; রাজশাহীর বিপক্ষে শ্বাসরুদ্ধকর ৭ রানের জয়ে উল্লাসিত খুলনা টাইগার্স।

পাঁচ ম্যাচে প্রথম জয় খুলনার! টানা চার ম্যাচে পরাজয়ের পর অবশেষে জয়ের দেখা পেল মেহেদী হাসান মিরাজের দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুর্বার রাজশাহীকে ৭ রানে হারিয়েছে খুলনা টাইগার্স। যদিও রাজশাহীর হয়ে এনামুল হক বিজয় ৫৭ বলে ১০০ রানের অনবদ্য সেঞ্চুরি করেও দলকে জেতাতে ব্যর্থ হন।

খুলনার ইনিংস: শক্তিশালী ব্যাটিং প্রদর্শনী

আগে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্স তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপের প্রমাণ দেয়। দলের দুই ওপেনার মোহাম্মদ নাইম ও মেহেদী হাসান মিরাজ ২৩ বলে ৪২ রানের ঝড়ো শুরু করেন। নাইম ১৪ বলে ২৭ রান করেন, আর মিরাজ ১৩ বলে ২৬ রান করে তাসকিন আহমেদের বলে আউট হন।

চতুর্থ উইকেটে আফিফ হোসেন (৪২ বলে ৫৬) ও উইলিয়াম বসিস্টো (৩৭ বলে ৫৫ অপরাজিত) ১১৩ রানের দারুণ জুটি গড়েন। শেষদিকে মাহিদুল ইসলাম অংকন মাত্র ১২ বলে ৩০ রান করে দলের স্কোর ২০৯-এ নিয়ে যান।

বিজয়ের শতক, কিন্তু রাজশাহীর পরাজয়

২১০ রানের বড় লক্ষ্য তাড়ায় রাজশাহীর শুরুটা ছিল ঝড়ো। প্রথম ৪ ওভারেই ৪৭ রান তুলে নেয় তারা। কিন্তু দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। জিসান আলম ১৫ বলে ৩০ রান করেন, আর মোহাম্মদ হারিস ১৫ বলে করেন মাত্র ১৫।

বিজয় এক পাশে লড়াই চালিয়ে যান এবং ৫৭ বলে ১০০ রানের সেঞ্চুরি করেন। তবে তার সঙ্গীরা প্রভাব ফেলতে ব্যর্থ হন। রায়ান বার্ল ১৬ বলে ২৫ রান ও ইয়াসির আলী ১৭ বলে ২০ রান করেন।

শ্বাসরুদ্ধকর শেষ ওভার

শেষ দুই ওভারে রাজশাহীর প্রয়োজন ছিল ২৫ রান। খুলনার পেসার সালমান ইরশাদ ১৯তম ওভারে দেন মাত্র ৮ রান এবং রায়ান বার্লকে আউট করেন। ফলে শেষ ওভারে ১৭ রান দরকার ছিল রাজশাহীর। হাসান মাহমুদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বিজয় ও আকবর আলী মিলে তুলতে পারেন মাত্র ৯ রান।

খুলনার স্বস্তির জয়

শেষ পর্যন্ত দুর্বার রাজশাহী ৪ উইকেটে ২০২ রানে থেমে যায়, আর খুলনা ৭ রানের জয় পায়। পাঁচ ম্যাচ পর জয় পেয়ে খুলনার শিবিরে ফিরেছে আত্মবিশ্বাস। তবে রাজশাহীর জন্য এটি ছিল আরেকটি হতাশার দিন।

গুরুত্বপূর্ণ ট্যাগস

পাঁচ ম্যাচে প্রথম জয় খুলনার, খুলনা টাইগার্স, দুর্বার রাজশাহী, এনামুল হক বিজয় সেঞ্চুরি, মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ আপডেট, ক্রিকেট লাইভ নিউজ, BPL ২০২৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *