ePaper

নীলফামারীতে ডিক্রীকৃত জমি জোরপূর্বক দখল হালাচাষে বাধায় মারপিট কোর্টে মামলা

হামিদুল্লাহ সরকার,নীলফামারী

নীলফামারীর এক পল্লীতে ল্যান্ড সার্ভে ২২/১৯ মামলার ডিক্রীপ্রাপ্ত জমি এক কুচক্রী মহল জোরপূর্বক জবর দখল করে গম ক্ষেতে হালচাষ দিলে বাধা দিতে গেলে মারপিট ও প্রাণনাশের হুমকি দিলে ন্যায় বিচারের জন্য নীলফামারী কোর্টে মামলা দিয়েছেন অসহায় মহসীন শাহ।

জানা যায়, নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের বেড়াডাঙ্গা শাহপাড়া গ্রামের মৃত দেলাবর শাহর স্ত্রী কুলসুম এর নিকট মহসীন শাহর পিতা সাহাবুদ্দিন শাহ ৩১৬০ নং দাগে ৫ শতক ও ৩১৬১ নং দাগে ৭ শতক মোট ১২ শতক জমি ১৫/০৮/১৯৯২ ইং তারিখে ৬৭১৮নং দান কবলামূলে সাহাবুদ্দিনের নিকট জমি হস্তান্তর করেন। ভোগদখল থাকা অবস্থায় বিএস জরিপ হলে বিএস ১৩৮৪নং খতিয়ানে সাবেক ৩১৬০ ও ৩১৬১ দাগের মোট ৬৯ শতক জমি বিএস ৭১১৪ দাগে রুপান্তর হয়ে ৬৯ শতকের মধ্যে ৩৪ শতক রেকর্ডভুক্ত হয়। এতে মহসীন শাহ হিস্যা অনুযায়ী ২৩.৯৫ শতক জমি রেকর্ড না হয়ে ভুলক্রমে ১৭ শতক জমি রেকর্ডভুক্ত হলে তিনি ল্যান্ড সার্ভে ২২/১৯ নং মামলা দায়ের করেন। খতিয়ান সংশোধন হয়ে আদালত থেকে ৫.৫ শতক জমি রায় ও ডিক্রীপ্রাপ্ত হন। কিন্তু গত ১০/১০/২৫ ইং তারিখ শুক্রবার সকালে আব্দুর রউফ বুদা গংরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে মহসিনের ২৩.৯৫ শতক ভোগদখলকৃত জমির মধ্যে ৫ শতক জমিতে গম ক্ষেত থাকা অবস্থায় জোরপূর্বক হালচাষ করে আলু বীজ বপন করেন। এসময় মহসীনরা বাধা দিতে গেলে আসামীরা আব্দুর রউফ বুদা, মাজেদুল, আমজাদ আলী, বাবু, সাজু, সাবু, ময়নুল ও মাজেদা বেগম সকলেই দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মহসীনদের মারপিট করে এবং প্রাণনাশের হুমকি দেয়। ন্যায় বিচারের জন্য শাহাবুদ্দিন শাহ’র ছেলে মহসীন শাহ বাদী হয়ে বিজ্ঞ আমলী আদালত নীলফামারী সদর কোর্টে মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *