ePaper

সোনাইমুড়িতে বিএনপি নেতাদের উদ্যোগে আড়াই কিলোমিটার রাস্তা সংস্কার

মাকসুদ আলাম (নোয়াখালী) সোনাইমুড়ি

সোনাইমুড়ির ২ নং নদনা ইউনিয়নের অন্তর্গত বাংলাবাজার হইতে হটগাও পর্যন্ত রাস্তাটি গত বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বিভিন্ন স্কুলগামী ছাত্র-ছাত্রী ও বাজার মুখি ব্যবসায়ীগণ আসাযহর বাহক চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে রাস্তার এই দুরবস্থা দেখে হাটগাঁও গ্রামের ২ নং ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম ফারুকের নেতৃত্বে হাট গাঁও গ্রামের ও বাজারের ব্যবসায়ীরা মিলে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সকলে নিজস্ব অর্থায়নে বাংলা বাজার থেকে পাটগাঁও পর্যন্ত রাস্তাটির খানা খন্দে ইটের আদলা বালী মিশ্রণ করে পুরো রাস্তার গর্ত গুলো পূরণ করে দেয়, তারপরে রাস্তা ফিনিশিংকারী রোলার ভাড়া করে এনে পুরো রাস্তাটাকে রোলিং করে রাস্তাটিকে ব্যবহার উপযোগী করে তোলে গতকাল, রাস্তার টি মেরামত করতে নেতৃবৃন্দের তিন দিন সময় লেগেছে, এখন সাধারণ অটো ও সকল গাড়ি চলতে আর কোনো অসুবিধা হয় না সকল চালকগন তাই খুশি আছে, বিএনপি নেত্রী স্থানীয় দের পাশে বাজারের ব্যবসায়ীরাও এগিয়ে আসেন, নেতৃত্বে ছিলেন সাবেক ইউনিয়ন বিএনপি’র সেক্রেটারি বাজার কমিটির সেক্রেটারি গোলাম ফারুক, প্রধান সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন আজিজুর রহমান রিপন সাবেক ইউনিয়ন বিএনপির সহ জয়েন সেক্রেটারী, মাহফুজুর রহমান সুমন, ফ্রান্স-বিএনপি নেতা সাইফুল ইসলাম, বাজারে বিশিষ্ট ব্যবসায়ীও বিএনপি নেতা আবু সাঈদ, কাশেম আবু তাহের, হাটগাঁও ওয়াড বিএনপি নেতা সাবেক ওয়ার্ড সভাপতি বাহার উদ্দিন, তিনতারা মার্কেটের জিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. রিপনের নেতৃত্বে তার দলবল ওয়ার্ড ও বাজারের ব্যবসায়ীদের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও, বিএনপি নেতা স্বরাজ নুর আলম নূরনবী পারভেজ শাহাদত সাদ্দাম শফিউল্লাহ সহ সকলে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে উক্ত রাস্তাটি পরিপূর্ণ সমতল ভূমিতে রূপান্তরিত করেন, এতে করে বাজারমুখী ব্যবসায়ীগণ সাত টা গ্রামের বাজারমুখী জনগণ, ৮/৯ টি স্কুলের মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের জন্য রাস্তাটি বিশেষ উপযোগী হয়ে ওঠে এতে করে এলাকার তৃণমূল জনগণ বিএনপি’র প্রশংসায় পঞ্চমুখ, পুরো রাস্তায় খরচ হয় ২ লক্ষাধিক টাকা জাহা তারা নিজেরাই সংগ্রহ করে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে উক্ত রাস্তাটি পরিপূর্ণ করে তোলে, এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তা ব্যানারের পাশে দাঁড়িয়ে মাহফুজুর রহমান সুমন বলেন আমরা বিএনপি’র পক্ষ থেকে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য শুরু করেছি মাত্র যাহা দেখে সারা বাংলাদেশের সমমনা বিএনপির ভাইয়েরা অজপাড়া গায়ের সকল রাস্তা গুলো মেরামত করার জন্য নেমে আসবেন এবং মানুষের পাশে দাঁড়াবেন এতে করে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে জয় যুক্ত করার পথ অনেকটা সুগম হবে কারণ বিএনপি মানুষের দল মানুষের পাশে ছিল মানুষের পাশে থাকবে এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *