ePaper

ঝিনাইদহে দূরপাল্লার ডোঙ্গা বাইচ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন

সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহ

গতকাল রোববার সকালে ঝিনাইদহে “দূরপাল্লার ডোঙ্গা বাইচ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। “নদী বাঁচলে, বাঁচবে দেশ, সোনার এই বাংলাদেশ “এই শ্লোগানকে সামনে রেখে সিও সংস্থার আয়োজনে এবং জেলা এনজিও সমন্বয় পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত হলো “দূরপাল্লার ডাঙ্গা বাইচ প্রতিযোগিতা”। পারমথুরাপুর নতুন ব্রিজ থেকে শুরু হয়ে ধোপাঘাটা পুরাতন ব্রীজ পর্যন্ত দীর্ঘ ৮ কিলোমিটার এই প্রতিযোগিতা সকাল ৯টায় উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ। ৩৫ জন অংশ গ্রহনের মধ্যে ২ ঘন্টা ব্যাপী প্রতিযোগিতায় প্রথম, ২য় ও তৃতীয় বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরুষ্কার এর আয়োজন ছিল। প্রতিযোগিতা শেষে এক সমাপনী আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ। সভাপতিত্ব করেন সিও সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী, ক্রীড়া সংগঠক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জেলা জাহিদুজ্জামান মনা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা বিএনপি ‘র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক, আহসান হাবিব রনক, কাঞ্চন নগর স্কুল এন্ড কলেজের সভাপতি এম আকতার মুকুল, অংকুর নাট্য একাডেমি সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা,অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের আয়োজন সমাজে ইতিবাচক বার্তা দেয়, সারাদেশে জানান দেওয়া দরকার। আলোচনা শেষে অংশ গ্রহণ কারি ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটি। এই সফল আয়োজনের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো সিও সংস্থা কে। এই অনুষ্ঠানটি সফল করতে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সিও সংস্থার উপ-পরিচালক তোফাজ্জেল হোসেন, ওহিদুজ্জামান সহ সিও সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা -কর্মচারী বৃন্দ, ক্রীড়া ব্যাক্তিত্ব জয়নাল আবেদিন, সাংবাদিক সাজ্জাদ আহমেদ, মীর আব্দুল মান্নান খসরুজ্জামান বাবু, তরিকুল ইসলাম দিদার প্রমূখ। হাজার – হাজার মানুষ “ডোঙ্গা বাইচ” প্রতিযোগিতা উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *