গাজীপুরের কোনাবাড়ি বাজারের কয়েকটি দোকানে বৃহষ্পতিবার অভিযান চালিয়ে প্রায় একটন নিষিদ্ধ ঘোষিত পলিথিনের শপিং ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশিক-উর-রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি বাজারের কয়েকটি দোকানে বৃহষ্পতিবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী অভিযান পরিচালনা করে। দিনব্যাপী এ অভিযানকালে ৭টি দোকান থেকে প্রায় একটন পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় তিন ব্যবসায়ীকে অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তদের মধ্যে ভাই ভাই ভ্যারাইটিজ ষ্টোরের মালিক মোঃ শাহিনকে ২০ হাজার টাকা, মামুন ষ্টোরের মালিক মোঃ নয়নকে ৫ হাজার টাকা ও মেসার্স মীম প্যাকেজিং দোকান মালিক মিজানুর রহমান মুন্সিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে অন্য পলিথিন ব্যবসায়ীরা দোকান ফেলে পালিয়ে যায়। এসময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া, পরিদর্শক শেখ মোজাহীদ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।