শ্যামল রায় (গাইবান্ধা) গোবিন্দগঞ্জ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বালুয়াহাট টু বিশুবাড়ী ও বালুয়াহাট টু ছোট দুর্গাপুর রাস্তার কয়েকটি স্থানে ধসে গিয়ে রিক্সা, ভ্যান, অটোসহ বিভিন্ন যানবাহন ও জন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। রাতের আধাঁরে রিক্সা, ভ্যান, অটোসহ বিভিন্ন যানবাহন চলাচলে প্রয়ই দূর্ঘটনা ঘটে থাকে। এ যেন মরন ফাদঁ সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী জানান। বালুয়াহাটে ড্রেনেজ না থাকায় দূর্ভোগ। সরজমিনে গিয়ে জানা যায়, উপজেলার দরবস্ত ইউনিয়নের টু বিশুবাড়ী ও বালুয়াহাট টু ছোট দুর্গাপুর রাস্তায় সোবাহান চেয়ারম্যানের পুকুরে দীর্ঘদিন যাবৎ রাস্তা ২ টির সিংহভাগ ভেঙ্গে গিয়ে প্রায় ১ বছর যাবৎ রিক্সা, ভ্যান, অটোসহ বিভিন্ন যানবাহন ও জন চলাচলেলর বিঘ্ন সৃষ্টি হয়েছে। গত বুধবার দুপুরে দরবস্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান দুলু শতাধিক লোকজন সঙ্গে নিয়ে জানান, রাস্তা ২টি অত্যান্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়নের ৭টি গ্রামের প্রায় ৬/৭ হাজার মানুষ ও শত শত রিক্সা, ভ্যান, অটোসহ বিভিন্ন যানবাহন চলাচলের মাধ্যমে তাদের নিত্য নৈমেত্তিক চাহিদা পুরুনের জন্য বালুয়াহাটসহ বিভিন্ন শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে থাকে। প্রায় দিনই উক্ত স্থানে দূর্ঘটনায় আহত হওয়ার খবর আমরা শুনেই থাকি। এ ছাড়া তিনি আরও জানান, বালুয়াহাটে প্রায় তিন বৎসর যাবৎ কোন উন্নয়ন মূলক কাজ হয়নি। সামান্ন বৃষ্টিতেই হাটের মধ্যে হাটু পানিতে ডুবে যায়। এ ছাড়া তালতলা থেকে ওভার ব্রীজ এর দক্ষিন পার্শ্ব পর্যন্ত ড্রেনেজ ব্যাবন্থা না থাকায় রাস্তার বৃষ্টির সমস্ত পানি হাটে ঢুকে পরে। বিশুবাড়ী রাস্তা থেকে হাটের মধ্যদিয়ে একটি ড্রেন থাকলেও দীর্ঘদিন থেকেই পানি নিস্কাশনে অনুপযোগী হয়ে পরেছে। হাটে মধ্যে পাবলিক টয়লেট থাকলেও সেটি দীর্ঘদিন যাবৎ বে-দখল হয়ে রয়েছে। বিষয় ২টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট কয়েকবার অবগত করা হলেও এখন পর্যন্ত সমাধানের কোন পদক্ষেপ নেননি বলে জানান এলাকাবাসী। এলাকাবাসী আরও জানান, অবিলম্বে এলাকার রাস্তা ২ টি মেরামত ও হাটে পানি নিস্কাশনের ব্যবস্থায় ড্রেনেজ সংস্কার সহ গণশৈচনাগার স্থাপনে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
