ePaper

পাওলি দাম যখন সিরিয়াল কিলারের চরিত্রে!

বিনোদন ডেস্ক

নতুন রূপে দর্শকদের সামনে হাজির ওপার বাংলার অভিনেত্রী পাওলি দাম। জি-ফাইভ বাংলার নতুন ওয়েব সিরিজ ‘গণশত্রু’-তে ‘ত্রৈলোক্য দেবী’ চরিত্রে দেখা যাবে তাকে, যা ইতোমধ্যেই দর্শকের মাঝে আলোচনায় রয়েছে। গত শনিবার প্রকাশ হয়েছে সিরিজটির ট্রেলার ও ফার্স্ট লুক। সেখানে গা ছমছমে পরিবেশে এক ভিন্ন রূপে দেখা যায় পাওলিকে। তীক্ষ্ণ চাহনি ও রহস্যময় অভিব্যক্তিতে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছেন তিনি। পরিচালক শমীক রায়চৌধুরীর এই ক্রাইম থ্রিলার সিরিজটি তৈরি হয়েছে মোট পাঁচটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে। এর একটি গল্প ভারতের প্রথম নারী সিরিয়াল কিলার ‘ত্রৈলোক্য দেবী’কে ঘিরে, যিনি সমাজের অবমাননার শিকার এক ব্রাহ্মণ বিধবা থেকে খুনিতে পরিণত হন। প্রিয়নাথ মুখার্জির লেখায় এই চরিত্রের ঐতিহাসিক উল্লেখও পাওয়া যায়।

সিরিজে আরও দেখা যাবে কলকাতার কুখ্যাত অপরাধীদের গল্প। হুব্বা শ্যামল, সজল বারুই, রশিদ খান ও চেন ম্যানকে ঘিরে। এসব চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, আয়ুশ দাস, সুব্রত দত্ত ও দেবপ্রিয় মুখার্জি। জানা গেছে, গণশত্রু মুক্তি পাবে আগামী ৩১ অক্টোবর জি-ফাইভ বাংলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *