মো. সহিদুল ইসলাম,মধুখালী
সারাদেশের ন্যায় বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন কামারখালী সরকারী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজ ইউনিটের উদ্যোগে সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণপূর্বক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের কামারখালী সরকারী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের ভারপ্রাপ্ত মারুফা শারমিন, বাংলা বিভাগের প্রভাষক ও শিক্ষক কমিটির সম্পাদক হাফিজুর রহমান, প্রভাষক অমৃত রায়, প্রভাষক তারিকুল ইসলাম, প্রভাষক মুজাহিদ হোসেন, প্রভাষক অভিজিৎ রায়, প্রভাষক মানিক কুমার ভৌমিক, প্রভাষক জাহিদুল ইসলাম, প্রভাষক সিরাজুম মনিরা, প্রভাষক কানিজ ফাতেমা, প্রভাষক তানিয়া আক্তার উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষকরা ঐতিহ্যবাহী ঢাকা কলেজে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতকারীদের হামলা এবং টিচার্স লাউঞ্জে ভাংচুরের ঘটনায় সংগঠনটি তীব্র নিন্দা জানান। একই সঙ্গে এঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
