হাবিবুর রহমান,গাইবান্ধা
আদিবাসী বাঙালী সংহতি পরিষদের নারী নেত্রী প্রিসিলা মুরমুর এর অকাল প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানান হয়েছে। গতকাল বৃহস্পতিবার নারী নেত্রী প্রিসিলা মুরমুরের আত্মার শান্তি কামনায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আদিবাসী বাঙালী সংহতি পরিষদের গাইবান্ধার সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জাহাঙ্গীর কবির তনু, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাসকে,হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতা সুজন প্রসাদ প্রমুখ। বক্তারা জানায় তাঁর মৃত্যুতে সাঁওতাল সমাজ তথা সমগ্র আদিবাসী নেতৃত্বে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। প্রিসিলা মুরমু আজীবন আদিবাসী অধিকার, নারীজাগরণ ও সামাজিক ন্যায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে গেছেন। তাঁর সাহস, নেতৃত্ব ও নিবেদন আদিবাসী সমাজের প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে দীর্ঘদিন। পরিষদের নেতৃবৃন্দ প্রিসিলার আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। প্রিসিলা মুরমুর স্মৃতি সকল ন্যায়বঞ্চিত মানুষের সংগ্রামে প্রেরণার আলো হয়ে থাকবে।
