রোকসানা পারভিন (ফরিদপুর) আলফাডাঙ্গা
“হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্যকে সামনের রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালন করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল। পরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য পকৌশল অধিদপ্তর অফিসের আয়োজনে দিবসটি পালনে পরিষদ চত্ত্বর থেকে প্রাথমিক শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদের চত্ত্বরেই শেষ হয়। সেখানে এক হাত ধোয়া শিক্ষন প্রদর্শনী শেষে পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ইউএনও রাসেল ইকবাল প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শিক্ষন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হাতের মাধ্যমে অনেক জীবাণু ছড়াই। এজন্য খাবারের পূর্বে অবশ্যই সঠিক নিয়মে হাত পরিস্কার করতে হবে। এতে অনেক রোগ বলাই থেকে মুক্ত থাকা সম্ভব। আলফাডাঙ্গা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা মতিউর রহমানের ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক ও একাডেমিক সুপারভাইজার আশরাফুল রহমান প্রমুখ।
