ePaper

গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

হাবিবুর রহমান, গাইবান্ধা

“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার গাইবান্ধা জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সকালে একটি র‌্যালি জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে আবার ওই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন এনজিও ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতনামূলক ও স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়ার প্রদর্শন করে রেডক্রিসেন্ট সদস্যরা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জয়নাল আবেদীনের সভাপতিত্বে সচেতনামুলক ও স্বাস্থ্যসম্মত হাত ধোয়ার সংক্ষিপ্ত আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু, পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবা মাহি, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমঙ্গল কুমার দাস, এস এম মাহফুজুর রহমান, আজমির হোসেন, এএসএম আরেফ বিল্লাহ ডাকুয়া এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের প্রতিনিধিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *