ePaper

বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে রায়পুরায় র‌্যালি ও হাতধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

অজয় সাহা (নরসিংদী) রায়পুরা

“হাত ধোয়ার নায়ক হোন” Ñ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রায়পুরায় পালিত হয়েছে বিশ্ব হাতধোয়া দিবস-২০২৫। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে শ্রীরামপুরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি ও হাতধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, উপজেলা শিক্ষা অফিসার মো. সোহরাব হোসেন ভূইয়া, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী আমিনুর রহমান ভূইয়া, মোহাম্মদ মোকলেদুল আলম চৌধুরী, একাডেমিক সুপারভাইজার রেবেকা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। হাত ধোয়ার সঠিক পদ্ধতি নিয়ে প্রদর্শনীতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক। বক্তারা বলেন, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে অনেক সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বক্তারা আরও বলেন, হাত ধোয়ার অভ্যাস শুধুমাত্র নিজের নয়, পুরো পরিবারের সুস্থতার জন্য অপরিহার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *