সাহেদ চৌধুরী, ফেনী
ফেনীর দাগনভূঞা উপজেলার বারাহিগুনীতে অবস্থিত মুঈনীয়া চিশতীয়া স্কুল অ্যান্ড কলেজে“শিক্ষা কার্যক্রমের গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যে অভিভাবক সমাবেশ এবং মডেল টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. শেখ মোহাম্মদ আকরামুল হক চিশতী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালনা পর্ষদের পরিচালক মোহাম্মদ হেশাম উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক জিয়া উদ্দিন সোহাগ, মমিনুল হক চিশতীসহ আরও অনেকে। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের সাফল্য, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষা অর্জনে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষায় শ্রেণিভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
