হামিদুল্লাহ সরকার,নীলফামারী
নীলফামারীতে শিশু কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে গনমাধ্যমকর্মীদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা ইপিআই ভবনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে জেলা তথ্য অফিসার মো. বায়েজীদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, নীলফামারী সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন, গনযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোছাদ্দিকুল আলম। এছাড়াও এসময় নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম, নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৈয়বুর রহমান মানিক, সাধারণ সম্পাদক এন.এম হামিদী বাবু, সহকারি তথ্য কর্মকর্তা মো. কবির উদ্দিনসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
