সৌমিত্র সুমন (পটুয়াখালী) কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়ায় ২০ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধি, মাসিক পনেরশ টাকা চিকিৎসা ভাতা প্রদান ও ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে হাজারো শিক্ষক অংশ নেন। প্রায় এক ঘণ্টা ধরে কলাপাড়া-কুয়াকাটা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে, এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। কর্মসূচিতে বক্তব্য দেন কলাপাড়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কলাপাড়া কলেজ শিক্ষক সমিতির সভাপতি মাসুম বিল্লাহ, খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ নাসির উদ্দিন হাওলাদার, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক চঞ্চল সাহা এবং কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। বক্তারা দাবি জানানÑ দ্রুত ২০ শতাংশ বাড়ি ভাতা ও চিকিৎসা ভাতা বাস্তবায়ন এবং শিক্ষক নির্যাতনের ঘটনায় দায়ীদের শাস্তি নিশ্চিত করার। তারা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে লাগাতার কর্মবিরতি ও আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনে বিরত থাকবেন এমপিওভুক্ত শিক্ষকরা।
